প্রথম রাফাল জেটকে লেবু-নারকেল দিয়ে পুজো! ব্যঙ্গ-বিদ্রুপ নেটদুনিয়ায়
রাজনাথের। প্রথম রাফালের নাম RB-001। RB-র পুরো অর্থ রাকেশ ভাদোরিয়া। যিনি ভারতের বর্তমান বায়ুসেনা প্রধান। চুক্তিতে উল্লেখযোগ্য ভূমিকা থাকার কারণেই তাঁকে এই সম্মান দিল দাঁসো। মোট ৩৬টি রাফাল যুদ্ধবিমান কিনতে ২০১৬ সালে ফ্রান্সের সঙ্গে চুক্তি হয় ভারতের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৮৭তম বায়ুসেনা দিবসেই ফ্রান্স থেকে প্রথম রাফাল যুদ্ধবিমান পেল ভারত। মোট ৩৬টি রাফাল যুদ্ধবিমান পাওয়ার কথা ভারতের। প্রথম রাফালটি নিতে এদিন প্যারিস থেকে মেরিন্যাক বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।
দেখুন ট্যুইট!
অনেকে আবার রাফাল নিয়ে কথা বলতে গিয়ে স্মরণ করেন মনোহর পর্রীকরকেও।
'আচ্ছা রাফাল কি হবে হিন্দু হয়ে গেল?''ট্যুইটারে প্রশ্ন তোলেন নেটিজেনরা।
কেউ আবার লেখেন, রাফাল দেশ রক্ষা করবে আর রাফালকে লেবু!
বলা হয়, দশমীর দিন শস্ত্রপুজো ভারতের প্রাচীন রীতি। দেখুন এই সেই ছবি।
রাফালের চাকার নীচে লেবু নিয়ে সবথেকে বেশি ট্রোল হয়েছে।
দেশে বিভিন্ন যানবাহনের গায়ে লেখা নানারকম ক্যাপশন রাফালের গায়ে লিখে আঁকা হয়েছে কার্টুন।
প্রথম রাফাল হস্তান্তরের পর হয় বিশেষ পুজো। ঠিক যেমনটি করা হয়স বাড়িতে নতুন গাড়ি কিনলে। পাতিলেবু, নারকোল সহযোগে রাফালের পুজো হয়। কুনজর এড়াতেই এই পুজো। এই ছবি সামনে আসার সঙ্গে সঙ্গেই নেটিজেনরা চূড়ান্ত ট্রোল করা শুরু করে। একদন প্রশ্ন তোলেন, এই পুজো কি বিজেপির হিন্দুত্ববাদের প্রকাশ নয়?
- - - - - - - - - Advertisement - - - - - - - - -