ছবি: উমপুন তাণ্ডবে তছনছ, নতুন চ্যালেঞ্জ নিয়ে খুলল কলেজ স্ট্রিট বইপাড়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 May 2020 03:43 PM (IST)
1
সেইসব বিপত্তি সামলেই আজ আবার খুলল কলেজ স্ট্রিট বইপাড়া।
2
অধিকাংশ দোকানে জল ঢুকে গিয়েছে। ভিজে গিয়ে নষ্ট হয়েছে কয়েক লক্ষ টাকার বই।
3
লকডাউন থাকায় ঝড়ের সতর্কতা পেয়েও আসতে পারেননি। ফলে সরানো যায়নি বই।
4
বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে ছিন্ন-পুস্তক।
5
রোদ্দুরে শুকিয়ে বইগুলিকে বাঁচিয়ে তোলার চেষ্টা চলছে।
6
তবুও হার মানেননি বই বিক্রেতারা।
7
লকডাউনের জেরে দু'মাস ধরে বন্ধ কলেজ স্ট্রিটের সমস্ত বইয়ের দোকান। এর মধ্যে উমপুনের দাপটে চরম ক্ষতির মুখে ব্যবসায়ীরা।
8
আর কোনওদিনই হয়ত পড়ুয়াদের টেবিলে পৌঁছবেনা এই বইগুলি।
9
ফুটপাথে ডাঁই করে রাখা পাঠ্যপুস্তক, সহায়িকা থেকে সাহিত্য গ্রন্থ।
10
কালো পিচের রাস্তায় থরে থরে পড়ে ভেজা বই! দুই মলাটের মধ্যে ঘুমিয়ে থাকা কালো অক্ষরগুলোকে বাঁচিয়ে তোলার মরিয়া চেষ্টা চালিয়েছেন বইবিক্রেতারা।
11
ঘূর্ণিঝড় উমপুনের তাণ্ডবের পর বিধ্বস্ত কলেজ স্ট্রিটের বইপাড়া।