চালু হয়েছে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর ট্রেন, তবুও রাস্তায় ঘরফিরতিদের মিছিল!
প্যাসেঞ্জার ট্রেনে আসন সীমিত করলেও শ্রমিক ট্রেনে সব আসন পূরণের সিদ্ধান্ত কেন্দ্রের। প্রতি ট্রেনে ১২০০-র পরিবর্তে ফিরবেন ১৭০০ শ্রমিক। গন্তব্য রাজ্যে তিনটি স্টপেজ দেবে শ্রমিক স্পেশাল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপথে শ্রমিক-মৃত্যুর পর নড়ে বসল কেন্দ্র। রেললাইন বা সড়ক পথে হেঁটে ফেরা নয়, পরিযায়ী শ্রমিকদের বোঝাক রাজ্য। ট্রেনের জন্য কথা বলুক রেলমন্ত্রকের সঙ্গে। পরামর্শ দিয়ে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের।
অনেকে সাইকেলে চেপেও ফিরছেন।
ঘরে ফেরার রাস্তায় বিভিন্ন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অনেক শ্রমিক। মহারাষ্ট্রে ১৬ শ্রমিকের রেললাইনে শ্রমিক মৃত্যুর ঘটনা নড়িয়ে দিয়েছে সারা দেশকে।
ঘরে ফেরা ছাড়া উপায় নেই তাই।
কারও বন্ধ কাজ। কারও মাথার উপর নেই ছাদ। খাদ্যের জোগানও শেষ হতে বসেছে।
মুখে মাস্ক বা কাপড়। হাতে মালপত্র। দলে দলে হাঁটছেন পরিযায়ী শ্রমিকরা।
চালু হয়েছে শ্রমিকদের ঘরে ফেরানোর ট্রেন। কিন্তু এখনও রাস্তায় রাস্তায় ঘরফিরতিদের লম্বা মিছিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -