২০১৭-য় আবার বাহুবলী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Aug 2016 01:27 PM (IST)
1
নতুন বাহুবলী-তে রয়েছেন রাণা ডগ্গুবতী, তমন্না ভাটিয়া, প্রভাস ও অনুষ্কা শেট্টি।
2
আবার পর্দায় বাহুবলী। এবার বাহুবলী-র দ্বিতীয় ভাগ। ২০১৭ সালে রিলিজ করছে বাহুবলী-টু।
3
তিনি এও লিখেছেন, ফের রাজামৌলির সঙ্গে যুক্ত হতে পেরে সম্মানিত বোধ করছি।
4
এস এস রাজমৌলির ছবিটি কবে আসছে, সেই দিনও জানিয়েছেন তিনি। ট্যুইটারে লিখেছেন, বাহুবলী-দি কনক্লুশন আসছে ২০১৭-র ২৮ এপ্রিল।
5
ট্যুইটারে এ কথা জানিয়েছেন কর্ণ জোহর।