লন্ডন সফরে সৌরভ গঙ্গোপাধ্যায়, ইনস্টাগ্রামে পোস্ট করলেন ছবি
লন্ডন সফরে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
তাপমাত্রা হিমাঙ্কের নীচে। লন্ডনে নেমে নিজের ছবি পোস্ট করে জানান ভারতীর ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।
এই ছবির ক্যাপশানে লন্ডনে কাজে যাওয়ার কথা লিখেছেন প্রাক্তন অধিনায়ক। সব ছবি- সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে।
চলতি সফরে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে সেই বিষয়ে আলোচনা হতে পারে তাঁর।
এই ছবিতে সানাকে ট্যাগ করেছেন তিনি। সানা উত্তরে লিখেছেন,' আমার সঙ্গে এটা কি করে করতে পারো তুমি!'
বৈঠকে যোগ দিতে পারেন অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের কর্তারাও।
ভারতীর বোর্ডের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও চতুর্থ কোনও দেশকে নিয়ে একটি চারদেশীয় ওয়ান ডে টুর্নামেন্ট করার পরিকল্পনা করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
সূত্রের খবর, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে একটি বৈঠক করবেন সৌরভ।
সৌরভ কন্যা সানা এখন পড়াশোনা করছেন ইংল্যান্ডেই।
ইংল্যান্ড বরাবরই সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রিয় জায়গা। সৌরভের টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল এখানেই।
লন্ডন আইয়ের সামনে সৌরভ।