'ছোটবেলায় এমন সাজগোজ করার জন্য বাবার কাছে বকুনি খেয়েছিলেন!' কঙ্গনার ছবি শেয়ার করে লিখলেন রঙ্গোলি
সব ছবি টিমকঙ্গনারানওয়ান ইনস্টাগ্রাম থেকে
আগামীদিনে থালাইভি ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে।
ছোট ভাইয়ের সঙ্গে কঙ্গনা। এই ছবিটি শেয়ার করে রঙ্গোলি লেখেন, 'ছোটবেলা থেকেই ভাইয়ের সঙ্গে খুব ভালো সম্পর্ক কঙ্গনার। অনেকে মনে করেন আমি আর কঙ্গনাই সবচেয়ে ভালো সঙ্গী কিন্তু ভাই অক্ষদ আর কঙ্গনাই একেবারে জুটি ছিল'
মাত্র ১৩ বছর বয়সে স্কুলে রামায়ণ নাটকে সীতা সেজেছিলেন কঙ্গনা। রঙ্গোলি পোস্ট করেন সেই ছবিও। পোশাক পরিকল্পনা ও নির্দেশনাও ছিল কঙ্গনার। এমন সাজগোজ করার জন্য বাবার কাছে বকুনিও খেয়েছিলেন তিনি।
কঙ্গনার ছবি দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরাও।
এই ছবিটি পোস্ট করেছেন কঙ্গনার বোন রঙ্গোলি। লাল সাবেকি পোশাকে দারুণ মানিয়েছে কঙ্গনাকে। একটি নাটকে সীতার ভূমিকায় অভিনয় করার সময়ের ছবি এটা, লেখেন রঙ্গোলি।
সেইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন নিজেদের পুরনো ছবিও। এবার সেই স্রোতে গা ভাসালেন বলিউডের 'লক্ষীবাঈ' কঙ্গনা রানওয়াত
করোনার জেরে ঘরবন্দি তারকা থেকে সাধারণ মানুষ। সবাই সময় কাটাচ্ছেন নিজেদের পরিবারের সঙ্গে।