দেখুন, পার্টিতে কালো পোশাকে জুটিতে অর্জুন-গাব্রিয়েলা!
নজর কাড়ছে গাব্রিয়েলার বেবি বাম্প।
আপাতত নবজাতককে বরণ করতেই আগ্রহী দুজনে।
খুব শিগগিরি কি বিয়ে করছেন তাঁরা? তা নিয়ে মুখ খোলেননি দুজনের কেউই।
আলোকচিত্রীদের অনুরোধে, হাসি মুখে পোজ দিলেন তাঁরা।
পেশায় মডেল গাব্রিয়েলার ফ্যাশন সেন্স খুবই ভালো। এই অনুষ্ঠানের জন্য তিনি বেছে নিয়েছিলেন কালো একটি ড্রেস। তার সঙ্গে ব্লেজার।
একটি ওয়েব সিরিজের সাকসেস পার্টিতে হাজির ছিলেন দুজনে।
কালো পোশাকে একটি অনুষ্ঠানে সকলের নজর কাড়লেন অর্জুনের বান্ধবী।
সম্প্রতি গাব্রিয়েলার ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। খুব শিগগিরিই সুখবর আসতে চলেছে অর্জুনের কাছে, এমনটাই খবর সিনেটাউনে।
এই নিয়ে তৃতীয়বার বাবা হতে চলেছেন অর্জুন রামপাল। তাই নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত তিনি।
মা হতে চলেছেন দক্ষিণ আফ্রিকান বান্ধবী গাব্রিয়েলা। সে-কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন অর্জুন রামপাল নিজেই। তারপর থেকেই জুটিতে ক্যামেরাবন্দি হচ্ছেন অর্জুন-গাব্রিয়েলা।