করোনার আদলে হেলমেট! সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ চেন্নাই পুলিশের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Mar 2020 02:31 PM (IST)
1
‘এইরকম ভয়াবহ হেলমেট দিয়ে করোনার ভয়াবহতা বোঝানো ও মানুষকে বাড়িতে থাকতে বলাই একমাত্র উদ্দেশ্য’, বলেন রাজেশ। (সব ছবি- অরুন শঙ্কর, এএফপি)
2
রাজেশ জানান, ‘প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। অথচ এখনও সম্পূর্ণ সচেতন নয় মানুষ।’
3
পুলিশ ইন্সপেক্টরের এই উদ্যোগ নজর কেড়েছে সবার।
4
হেলমেট পরেই গাড়িচালকদের সঙ্গে কথা বলছেন রাজেশ।
5
চেন্নাইয়ের রাজেশ বাবু নামে এক পুলিশ ইনস্টপেক্টর নিলেন এই অভিনব উদ্যোগ। লকডাউনের সময় জাতীয় সড়কের চেকপোস্ট গুলিতে ঘুরে বেড়ালেন তিনি।
6
গৌতম নামে স্থানীয় এক শিল্পী এই হেলমেটটি তৈরী করেন।
7
করোনা সচেতনতায় এবার নতুন পদক্ষেপ চেন্নাইয়ের এক পুলিশকর্মীর। ডিউটিতে এসে মাথায় পরলেন করোনাভাইরাসের আদলে তৈরী হেলমেট।