করোনার আদলে হেলমেট! সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ চেন্নাই পুলিশের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Mar 2020 02:31 PM (IST)
1
‘এইরকম ভয়াবহ হেলমেট দিয়ে করোনার ভয়াবহতা বোঝানো ও মানুষকে বাড়িতে থাকতে বলাই একমাত্র উদ্দেশ্য’, বলেন রাজেশ। (সব ছবি- অরুন শঙ্কর, এএফপি)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
রাজেশ জানান, ‘প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। অথচ এখনও সম্পূর্ণ সচেতন নয় মানুষ।’
3
পুলিশ ইন্সপেক্টরের এই উদ্যোগ নজর কেড়েছে সবার।
4
হেলমেট পরেই গাড়িচালকদের সঙ্গে কথা বলছেন রাজেশ।
5
চেন্নাইয়ের রাজেশ বাবু নামে এক পুলিশ ইনস্টপেক্টর নিলেন এই অভিনব উদ্যোগ। লকডাউনের সময় জাতীয় সড়কের চেকপোস্ট গুলিতে ঘুরে বেড়ালেন তিনি।
6
গৌতম নামে স্থানীয় এক শিল্পী এই হেলমেটটি তৈরী করেন।
7
করোনা সচেতনতায় এবার নতুন পদক্ষেপ চেন্নাইয়ের এক পুলিশকর্মীর। ডিউটিতে এসে মাথায় পরলেন করোনাভাইরাসের আদলে তৈরী হেলমেট।
photos (photos) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -