বন্যার কবলে বিহারের বেশ কয়েকটি জেলা, কয়েকটি খণ্ডচিত্র
মঙ্গলবারও বিহারে বন্যা পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। রাজ্যের ১২ জেলার প্রায় ২৫ লক্ষ মানুষ বন্যার কবলে পড়েছেন বলে সরকারি সূত্রের খবর। এই ছবি গত ১৩ জুলাইয়ের ফোরবেসগঞ্জের। আরারিয়া জেলায় পাশ্ববর্তী নেপালের পাহাড়ি এলাকায় প্রবল বৃষ্টির জলের তোড়ে ভেঙে যাওয়া বাঁধের সামনে দাঁড়িয়ে স্থানীয়রা। ছবি-পিটিআই
পূর্ব চম্পারনে বানভাসি একটি গ্রামে এক রোগীকে ডুলিতে চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। গত ২৪ ঘন্টায় সমস্ত বড় নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। এরফলে বাঁধ ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। ছবি-পিটিআই
বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন হয়ে পড়ায় সেখানকার বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে আসতে হয়েছে বলে রাজ্যের বিপর্যয় মোকাবিলা বিভাগের এক আধিকারিক জানিয়েছেন। গত রবিবার মুজফফরপুরের আউরাই ব্লকের ছবি। বানভাসি এক রাস্তা পার হচ্ছেন স্থানীয়রা। ছবি-পিটিআই
সহর্স, কাটিহার ও পূর্ণিয়া জেলায় নতুন করে বন্যার খবর পাওয়া গিয়েছে। ছবি-পিটিআই
মুজফফরপুর: প্রবল বৃষ্টির জেরে ধসে যাওয়া কালভার্টের ধারে গ্রামবাসীরা। সোমবারের ছবি। ছবি-পিটিআই
সবচেয়ে ক্ষতিগ্রস্ত সিতামারি ও আরারিয়া জেলা। এখানকার রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি-পিটিআই
উত্তর বিহার ও পার্শ্ববর্তী নেপালে বড় নদীগুলির উত্সস্থলে প্রবল বৃষ্টির কারণেই এই বন্যা। ছবি-পিটিআই