ছবিতে দেখুন, ৮০০ কেজির ভগবত গীতার উদবোধন করলেন নরেন্দ্র মোদি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Feb 2019 11:56 AM (IST)
1
৩ টি পাক জঙ্গি ঘাঁটি ভারতীয় বায়ুসেনা গুঁড়িয়ে দেওয়ার কিছুক্ষণ পর এই গীতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
2
সারা বিশ্বে ৪০০ মন্দির আর ১০০ নিরামিষ মন্দির চালায় ইসকন। এছাড়াও অনেক সমাজসেবা মূলক কাজের সঙ্গেও যুক্ত ইসকন।
3
4
১৮টি ছবি সহ এই বইটি সাজানো হয়েছে আকর্ষণীয় ভাবে। ইতালির মিলানে ছাপা হয়েছে এই বই। ব্যাবহার করা হয়েছে সিন্থেটিক কাগজ ফলে জলে বইটির কোনো ক্ষতি হবেনা।
5
দিল্লির ইসকন মন্দিরে এক বিশাল গীতার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৬৭০ পাতার এই গীতার ওজন ৮০০ কেজি।