ছবিতে দেখুন: ছেলে তৈমুরকে নিয়ে লন্ডন থেকে দেশে ফিরলেন সইফ-করিনা
১৫) সব ছবি: মানব মঙ্গলানি
১৪) সইফ-করিনাকে দেখে বিমানবন্দরে অনেকেই ছবি তোলা শুরু করে দিয়েছিলেন
১৩) করিনা লন্ডন-মুম্বই যাতায়াত করলেও তৈমুরকে নিয়ে সইফ টানা ছিলেন লন্ডনে
১২) পাপারাৎজিরা নাম ধরে ডাকতেই তাঁদের দিকে হাত নাড়তে থাকে তৈমুর
১১) তৈমুরের মতোই পাপারাৎজিদের সামনে খোশমেজাজেই ছিলেন সইফ-করিনা
১০) করিনা পরেছিলেন ঢিলেঢালা পোশাক। ডেনিম জিন্স ও সোয়েটশার্ট
৯) সাদা স্লিভলেস টি-শার্ট, ডেনিম জিন্স ও লাল স্নিকার্সে তৈমুর ছিল ফুরফুরে মেজাজে
৮) ফটোগ্রাফারদের ভিড় দেখে বেশ মজা করতে দেখা যায় ছোট্ট তৈমুরকে
৭) লন্ডনে জওয়ানি জানেমনের শ্যুটিং করছিলেন সইফ। করিনা ব্যস্ত ছিলেন ইরফান খানের সঙ্গে ইংরেজি মিডিয়ামের শ্যুটিংয়ে
৬) চুল-দাড়ি কাটা সইফকে দেখা গেল নতুন লুকে
৫) সইফের কাঁধে চেপে বিমানবন্দর থেকে বেরতে দেখা যায় তৈমুরকে
৪) বিমানবন্দরে পাপারাৎজিদের দেখে হাত নাড়ে তৈমুর
৩) মুম্বই বিমানবন্দরে আকর্ষণের কেন্দ্রে ছিলেন ত্রয়ী
২) তৈমুরকে নিয়ে সইফ-করিনা প্রায় তিন মাস লন্ডনে কাটিয়েছেন
১) ছেলে তৈমুরকে নিয়ে লন্ডনে লম্বা ছুটি কাটিয়ে দেশে ফিরলেন সইফ-করিনা