ছবিতে দেখুন, বিজেপির যুব মোর্চার পুরসভা অভিযানে রণক্ষেত্র চাঁদনি চক, লাঠিচার্জ-জলকামান পুলিশের
দেখুন, মিছিলে হাঁটছেন দিলীপ ঘোষ, রাজু বন্দ্যোপাধ্যায়।
দেখুন, মশারি নিয়ে প্রতিবাদে বিজেপি সমর্থকরা।
চাঁদনি চকে বিজেপির মিছিল আটকাতে আগে থেকেই ব্যারিকেড ও ওয়াল তৈরি করে প্রস্তুত ছিল বিশাল পুলিশ বাহিনী।
সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বিজেপির রাজ্য দফতরের সামনে থেকে শুরু হয় মিছিল। বিজেপি সদস্যদের হাতে হাতে ছিল মশারি।
চাঁদনি চকে পুলিশের ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা করতেই পুলিশ জলকামান ছোড়ে।
দেখুন, জলকামানের সাহায্যে মিছিল আটকানোর চেষ্টা।
রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি ডেঙ্গির থাবা কলকাতাতেও। বাড়ছে মৃত্যু। এই পরিস্থিতিতেও তৎপর নয় কলকাতা পুরসভা। এমনই অভিযোগে, এদিন পুরসভা অভিযানে নামে বিজেপির যুব সংগঠন।
বুধবার বিজেপির যুব সংগঠনের কলকাতা পুরসভা অভিযান ঘিরে, এভাবেই রণক্ষেত্রের চেহারা নিল সেন্ট্রাল অ্যাভিনিউ, চাঁদনি চক।
পুলিশ রিমঝিম সহ অনেক বিজেপি সমর্থককে গ্রেফতার করে।
এদিনের পুরসভা অভিযানে সামিল হয়েছিলেন, বিজেপিতে যোগদানকারী অভিনেত্রী রিমঝিম মিত্রও।
তৈরি ছিল চারটি জলকামান।
বিজেপির যুব মোর্চার কলকাতা পুরসভা অভিযান ঘিরে ধুন্ধুমার ধর্মতলা চত্বরে।