দেখুন, নতুন বছরে তাক লাগানো ছবি আপলোড করলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Jan 2020 08:10 AM (IST)
1
২০১৯ র শেষবেলায় এই ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। লিখেছিলেন, ২০২০ তো এখনই উজ্জ্বল মনে হচ্ছে!
2
এই ছবিটিতে উপচে পড়েছে অনুরাগীদের কমেন্ট।
3
বছর শুরুর চমক।
4
স্টাইলিশ পোশাকে রুক্মিণী।
5
মায়ের সঙ্গে। আদুরে মেয়ের মতো ক্যাপশনে লিখেছেন, আমি তোমার উপর অত্যাচার করি ঠিকই, কিন্তু খুব ভালওবাসি।
6
বছর শুরুতেও একের পর এক ছবি শেয়ার করে অনুরাগীদের মুগ্ধ করছেন নায়িকা রুক্মিণী। এই ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, ভোর না গোধূলি?