আলিয়া থেকে মাধুরী, সোনাক্ষী, তারকাখচিত ‘কলঙ্ক’-এর বিশেষ স্ক্রিনিং
শাজিদ নাদিয়াওয়ালার ছেলেদেরও দেখা গেল স্ক্রিনিং-এ। (সব ছবি- মানব মঙ্গলানি)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহিতেন তেওয়ারি আসেন তাঁপ স্ত্রীর সঙ্গে। ‘কলঙ্ক’-এ অভিনয় করেছেন তিনিও।
স্ক্রিনিং-এ গোলাপি ঐতিহ্যবাহী পোশাকে সোনাক্ষীকে বেশ মানিয়েছিল। মা পুনম সিংহের সঙ্গে দেখা গেল তাকে।
সোনাক্ষী সিংহকে সিনেমায় দেখা যাবে সত্য-র চরিত্রে।
সিনেমায় বাহার বেগমের চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে।
স্ক্রিনিং-এ মাধুরী দিক্ষীত সেজেছিলেন ঐতিহ্যবাহী পোশাকে।
‘কলঙ্ক’-এ জাফর আর দেবের চরিত্রে দেখা যাবে তাদের।
বরুণ ধবন স্ক্রিনিং-এ আসেন আদিত্য রায় কপূরের সঙ্গে।
পাপারাৎজিদের দিকে খোশমেজাজে দেখা পোজ দিতে দেখা যায় আলিয়াকে।
স্ক্রিনিং-এ উপস্থিত ছিলেন আলিয়া ভট্ট। ‘কলঙ্ক’ ছবিতে তার চরিত্রের নাম রূপ।
১৭ই এপ্রিল মুক্তি পাচ্ছে কর্ণ জোহর পরিচালিত ‘কলঙ্ক’। তার আগে ছবির কলাকুশলী সহ বলিউড তারকাদের দেখা গেল সিনেমার বিশেষ স্ক্রিনিং-এ। আয়োজক ছিলেন পরিচালক স্বয়ং।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -