উইকএন্ডে বলিউড সেলেবরা কে কী করছেন, দেখুন ছবিতে
নাচের রিহার্সালের পথে সেফ-কন্যা সারা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকার্তিক আরিয়ানের সঙ্গে অনন্যা পাণ্ডে। নাচের রিহার্সাল শেষে যুগলে।
ওয়ার্কআউট সেশন শেষে সেফ আলি খান।
'সাহো'-র সাফল্য নিয়ে বেজায় খুশি শ্রদ্ধা কপূর। শনিবার বন্ধুর বাড়ির বাইরে হাসিখুশি মেজাজে নায়িকা।
মুম্বইয়ের শনি মন্দিরে হাজির লাল টুকটুকে পোশাকে।
'দ্য জোয়া ফ্যাক্টর'- ছবির প্রচারে ব্যস্ত সোনম।
গাড়িতে ওঠার আগে ক্যামেরাবন্দি হলেন হাসিমুখে।
ধর্মা প্রোডাকশনের সঙ্গে 'তখত'-ছবির মিটিং-এ হাজির ছিলেন আলিয়াও। পরনে প্যাস্টেল শেডের পোশাক।
ক্যামেরাবন্দি হলেন বিমানবন্দরে।
নিয়ন সবুজ রঙের টপে ঝলমলে দীপিকা।
এখনও '৮৩'-ছবির শ্যুটিং বাকি। এরই মধ্যে ধর্মা প্রোডাকশনের সঙ্গে 'তখত'-ছবির মিটিং-এ রণবীর সিংহ।
উইকএন্ড। সবার মতো বলিউড সেলেবরাও ফুরফুরে মেজাজে। কেউ ছুটিযাপন করছেন। কেউ আবার কাজের মাঝেই খুঁজে নিচ্ছেন আনন্দ। সপ্তাহশেষে বলি সেলেবরা কে কী করছেন, তারই ঝলক ছবিতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -