দেখুন, নেপালে কীভাবে পালিত হল ‘কুকুর তিহার’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Nov 2018 07:16 PM (IST)
1
বহু মানুষ সোশ্যাল মিডিয়ায় ‘কুকুর তিহার’-এর ছবি আপলোড করছেন। ছবি সৌজন্যে এএফপি
2
এই উৎসবের সময় নেপালের সর্বত্র সারমেয়দের কদর বেড়ে যায়। ছবি সৌজন্যে এএফপি
3
মানুষের সঙ্গে সারমেয়দের দীর্ঘদিনের সম্পর্ককে সম্মান জানানোর জন্যই এই উৎসবের আয়োজন করা হয়। কুকুরদের মালা পরানো হয়, কপালে তিলক কাটা হয়, খাবারও দেওয়া হয়। ছবি সৌজন্যে এএফপি
4
দীপাবলির সময়ই পালিত হয় ‘কুকুর তিহার’। ছবি সৌজন্যে এএফপি
5
নেপালে পাঁচ দিন ব্যাপী উৎসবের অঙ্গ হিসেবে পালিত হল ‘কুকুর তিহার’। ছবি সৌজন্যে এএফপি