ছবিতে দেখুন: কলকাতা চলচ্চিত্র উৎসবের রঙিন উদ্বোধন, হাজির মহাতারকারা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Nov 2016 11:58 PM (IST)
1
অমিতাভ, শাহরুখ, জয়া, কাজল থেকে সঞ্জয়, পরিণীতি। ২২ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের উদ্বোধনে চাঁদের হাট।
2
উত্সবে দেখানো হবে ৬৫টি দেশের ১৫৬টি ছবি। উত্সব চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।
3
মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের কথা।
4
5
6
দেখুন অনুষ্ঠানের কিছু খণ্ডচিত্র
7
সূচনা হল বাংলা ছবি দিয়ে। যা কলকাতা চলচ্চিত্র উত্সবে এই প্রথম।
8
9
গতবার বলেছিলেন, পরের বার বাংলায় বলবেন। এবার কথা রেখেছেন শাহরুখ খান।
10
11
শুক্রবার নেতাজি ইন্ডোরে উত্সবের সূচনা করলেন বিগ বি। ভারতীয় সমাজ ব্যবস্থায় কীভাবে ক্ষমতার উত্তরণ ঘটেছে মহিলাদের। এবং তা কীভাবে ফুটে উঠেছে ভারতীয় সিনেমায়, সে কথা উঠে আসে বিগ বি-র বক্তব্যে।
12
অতিথিদের উপহার দেওয়া হল মমতার আঁকা ছবি ও পটচিত্র।
13
ছিলেন টালিগঞ্জের একঝাঁক তারকা।