দেখুন, অম্বানীদের হোলি পার্টিতে ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ, নিক-প্রিয়ঙ্কা
হোলির আগেই শুক্রবার মুম্বইয়ে বিশেষ পার্টি আয়োজন করেছিল মুকেশ অম্বানীর পরিবার। অতিথি আপ্যায়নের জন্য ছিলেন মুকেশ ও নীতা অম্বানীর মেয়ে ইশা। ছবি সৌজন্যে মানব মঙ্গলানি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্বামী নিক জোনাসকে নিয়ে হাজির হন প্রিয়ঙ্কা চোপড়া। ছবি সৌজন্যে মানব মঙ্গলানি
ছিলেন নীতা অম্বানীও। ছবি সৌজন্যে মানব মঙ্গলানি
সদ্য বিবাহিত আরমান জৈন ও তাঁর স্ত্রী আনিশা মালহোত্রও এই পার্টিতে ছিলেন। ছবি সৌজন্যে মানব মঙ্গলানি
সম্প্রতি মুক্তি পেয়েছে ভিকির ছবি ‘ভূত পার্ট ওয়ান: দ্য হন্টেড শিপ’। তবে ছবিটি দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। ছবি সৌজন্যে মানব মঙ্গলানি
ছিলেন সোনালী বেন্দ্রেও। ছবি সৌজন্যে মানব মঙ্গলানি
রাজকুমার রাও তাঁর বান্ধবী পত্রলেখাকে নিয়ে এই পার্টিতে হাজির হন। ছবি সৌজন্যে মানব মঙ্গলানি
এই পার্টিতে ছিলেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। এই পার্টির পর তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা বেড়েছে। ছবি সৌজন্যে মানব মঙ্গলানি
এই পার্টিতে ছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজও। ছবি সৌজন্যে মানব মঙ্গলানি
অম্বানীদের এই পার্টিতে ছিলেন হুমা কুরেশিও। ছবি সৌজন্যে মানব মঙ্গলানি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -