ছবিতে দেখুন, সমীরা রেড্ডির ছোট্ট মেয়েকে কোলে তুলে নিলেন রেখা, থামালেন কান্না!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Dec 2019 09:23 AM (IST)
1
সমীরা ও তাঁর দুই সন্তানের সঙ্গে রেখা।
2
বড় ছেলে হ্যান্সকেও কোলে নিয়ে আদর করেন রেখা।
3
সমীরা জানিয়েছেন রেখাকে দেখে প্রথমে মেয়ে নইরা কান্নাকাটি করলেও তাকে ভোলানোর আপ্রাণ চেষ্টা করেন তিনি।
4
লেজেন্ড অভিনেত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত সমীরা।
5
সম্প্রতি অভিনেত্রী রেখার সঙ্গে দেখা হয়েছিল সমীরার পরিবারের। ছোট্ট নইরাকে দেখে খুবই খুশি হন রেখা।
6
গত জুলাইতেই জন্ম হয়েছে সমীরা রেড্ডির দ্বিতীয় সন্তান নইরার। এরই মধ্যে মায়ের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে তাকে।