আটে পা আরাধ্যার, দেখুন কেমন করে জন্মদিন পালন করলেন বচ্চন পরিবার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Nov 2019 03:02 PM (IST)
1
এদিন গোলাপী পোশাকে সেজেছিলেন বার্থডে গার্ল আরাধ্যা।
2
জন্মদিন উপলক্ষ্যে নাগরদোলায় সওয়ার বচ্চন পরিবার
3
আটের মোমবাতি নেভাচ্ছেন আরাধ্যা।
4
অমিতাভের সঙ্গে আরাধ্যা
5
6
7
ছেলে ও স্বামীকে নিয়ে পার্টিতে পৌঁছালেন সোনালী বেন্দ্রে।
8
দুই ছেলে মেয়ে ইয়শ জোহর ও রুহি জোহরকে নিয়ে পার্টিতে এসে পৌঁছান কর্ণ জোহর।
9
সাদা শার্ট আর ক্যাজুয়াল ডেনিম পোশাকে দেখা গেল শাহরুখ কে। ছোট্ট আবরাম পড়েছিলেন সাদা কালো টি শার্ট। অন্যদিকে গৌরীর পোশাকে ছিল ফ্লোরাল প্রিন্ট।
10
ইতিমধ্যেই ক্যামেরায় বেশ অভস্থ হয়ে গেছে আবরাম।
11
পার্টিতে সবার আগে আসেন বলিউডের কিং খান শাহরুখ খান। সঙ্গে ছিলেন গৌরী খান ও ছোট ছেল আবরাম।
12
আটে পা দিলেন ঐশ্বর্য্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনেক কন্যা আরাধ্যা। বচ্চন পরিবারের ছোট্ট সদস্যের জন্মদিন প্রতিবারের মতো পালিত হল মহা সমারোহে। হাজির ছিলেন পারিবারিক বন্ধু থেকে বলি তারকা ও স্টারকিডরা।