অনলাইনের খাবারে ৪০টা মরা আরশোলা, অনেকদিন খাবারই খেতে পারলেন না এই মহিলা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Mar 2019 01:18 PM (IST)
1
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে
2
ওই রেস্তোরাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানান তিনি। টাকাও ফেরত চান
3
ঘটনার পর বেশ কিছুদিন খেতে পারেননি তিনি
4
এক এক করে মরা আরশোলাগুলিকে দুটো কাগজে আলাদা করে সাজান ওই মহিলা
5
তবে খাবারটি খেয়ে ফেলেননি তিনি। তার আগেই তার চোখে পড়ে মরা আরশোলাগুলি
6
খাবার খুলে খেতে গিয়ে তাতে ১ টা ২টো নয়, ৪০টা মরা আরশোলা দেখতে পান তিনি
7
নিজের প্রিয় খাবার অনলাইনে অর্ডার করেছিলেন চীনের এক মহিলা
8
9
এখন খাবার খাওয়ার জন্য অনেক সময়ই আর বাড়ির বাইরে যেতে হয় না। অনলাইনে অর্ডার দিলেই দিলেই খাবার পৌঁছে যায় বাড়িতে। কিন্তু সেই খাবার যদি টাটকা না হয় তাহলে? অনলাইনে খাবার আনিয়ে এমনই এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হল এত মহিলাকে। (সব ছবি- ইউটিউব)