লকডাউনের প্রথমদিনে দেশ জুড়ে দেখা গেল কী কী ছবি?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Mar 2020 11:10 AM (IST)
1
লকডাউনের প্রথম দিনে গোটা দেশে দেখা গেল বিভিন্ন ছবি। কোথাও লাঠি হাতে বাইক বাহিনীকে গাড়ি থেকে নামাল পুলিশ, কোথাও জনগণকে সাবধান করল। আবার কোথাও রাস্তায় বেরোনোর শাস্তি দিল পুলিশ।
2
হিমাচল প্রদেশের সিমলায় ১১৮ টি এফআইআর দায়ের হয়েছে।
3
যানবাহনকে রাস্তায় বেরোতে দেখলে আটকাচ্ছে পুলিশ।
4
বিহারে ৯ জনকে আটক করা হয়েছে।
5
উত্তরপ্রদেশে একদিনে ৫৫০০ গাড়িকে আটক করা হয়েছে।
6
দিল্লিতে একদিনে ৯ হাজার গাড়িকে আটক করা হয়েছে।
7
রাস্তায় মানুষকে অকারণে বেরোতে দেখলে কান ধরে ওঠবোস করাল পুলিশ।
8
গাড়ি থেকে পুলিশ-এর লাঠিচার্জ।
9
বাইক দেখলে পুলিশ দেখতে চাইল কাগজ। জানতে চাইল কারণও।
10
রাস্তায় বাইক চালাতে দেখে জিজ্ঞাসাবাদ পুলিশের।
11
গুজরাতে ১৫১ টা এফআইআর দায়ের হয়েছে।