লকডাউনের প্রথমদিনে দেশ জুড়ে দেখা গেল কী কী ছবি?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Mar 2020 11:10 AM (IST)
1
লকডাউনের প্রথম দিনে গোটা দেশে দেখা গেল বিভিন্ন ছবি। কোথাও লাঠি হাতে বাইক বাহিনীকে গাড়ি থেকে নামাল পুলিশ, কোথাও জনগণকে সাবধান করল। আবার কোথাও রাস্তায় বেরোনোর শাস্তি দিল পুলিশ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
হিমাচল প্রদেশের সিমলায় ১১৮ টি এফআইআর দায়ের হয়েছে।
3
যানবাহনকে রাস্তায় বেরোতে দেখলে আটকাচ্ছে পুলিশ।
4
বিহারে ৯ জনকে আটক করা হয়েছে।
5
উত্তরপ্রদেশে একদিনে ৫৫০০ গাড়িকে আটক করা হয়েছে।
6
দিল্লিতে একদিনে ৯ হাজার গাড়িকে আটক করা হয়েছে।
7
রাস্তায় মানুষকে অকারণে বেরোতে দেখলে কান ধরে ওঠবোস করাল পুলিশ।
8
গাড়ি থেকে পুলিশ-এর লাঠিচার্জ।
9
বাইক দেখলে পুলিশ দেখতে চাইল কাগজ। জানতে চাইল কারণও।
10
রাস্তায় বাইক চালাতে দেখে জিজ্ঞাসাবাদ পুলিশের।
11
গুজরাতে ১৫১ টা এফআইআর দায়ের হয়েছে।
photos (photos) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -