পর পর বিস্ফোরণে কেঁপে উঠল কলম্বোর গির্জা- মৃত শতাধিক, আহত অন্তত ৪০০
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Apr 2019 12:32 PM (IST)
1
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘিরে ফেলে এলাকা। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
গির্জার বাইরে অ্যাম্বুলেন্সের সারি
3
৬টি জায়গায় পরপর বিস্ফোরণ হয়।
4
ভেঙে পড়া গির্জার ছাদ ও ধ্বংসস্তূপের ছবি।
5
কেউ এই হামলার দায় স্বীকার করেনি। গির্জায় ইস্টারের প্রার্থনার সময় এই হামলা হয়।
6
মৃত একশো ষাটজন।আহত অন্তত চারশোজন।
7
শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণ। রবিবার সকালে রাজধানী কলম্বোর একটি বিলাসবহুল হোটেল ও তিনটি গির্জা ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে
photos (photos) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -