চাদরে ঢেকেছে কেদারনাথ : দেখুন সেখানকার কিছু অপূর্ব ছবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Mar 2019 04:24 PM (IST)
1
কেদারনাথ মন্দিরের আশেপাশের বেশিরভাগ এলাকাও ঢেকেছে সাদা বরফে।
2
পাহাড়চূড়া থেকে পাদদেশ পর্যন্ত প্রায় সমানভাবে তুষারপাত হয়েছে।
3
তুষারপাতের কারণে আপাতত মন্দিরে দর্শনার্থীদের যাতায়াত বন্ধ রয়েছে। প্রচুর দর্শনার্থী প্রতি বছর আসেন এই মন্দিরে। তীর্থের পাশাপাশি রয়েছে অপূর্ব সৌন্দর্য্যের আকর্ষণও।
4
5
ঠান্ডা আবহাওয়া ও ভারী তুষারপাতের কারণে সাদা চাদরে ঢেকেছে অন্যতম তীর্থক্ষেত্র কেদারনাথ।