বদলাচ্ছে না ছবিটা! বাঁচার তাগিদে এখনও হাইওয়ে, রেললাইন ধরে পায়ে হেঁটে ঘরে ফিরছেন শ্রমিকরা
পুলিশরাও তাঁদের সাধ্যমতো সাহায্য় করছেন শ্রমিকদের
হাঁটতে পারছে না শিশুরা। তাই তাদের কাঁধে নিয়েই রওনা দিয়েছেন বহু মানুষ।
রয়েছে বহু শ্রমিক ও তাদের পরিরারও
কিছু জায়গায় ব্যবস্থা করা হয়েছে বাসের
কেউ রাস্তা দিয়ে, কেউ হেঁটে চলেছেন রেললাইন ধরে।
কেবল পায়ে হাঁটার ক্লান্তি নয়, বহন করতে হচ্ছে মালপত্রও।
দিল্লি থেকে গোয়ালিয়র বা ঝাঁসির দিকে পায়ে হেঁটে রওনা হয়েছেন বহু শ্রমিক।
সঙ্গে নেই পর্যাপ্ত খাবার, জল। কেবল বাড়ি ফেরার জন্যই দিন রাত হাঁটছেন বহু মানুষ। জীবিকা বন্ধ। বাড়ি না ফিরলে হবে না অন্নসংস্থান।
কেউ রিক্সা নিয়ে, কেউ পায়ে হাঁটছেন মাইলের পর মাইল
যানবাহন বন্ধ থাকায় ফেরার একমাত্র পথ পায়ে হেঁটে যাওয়া। বেশ কিছু জাতীয় সড়কে কেবল দেখা যাচ্ছে শ্রমিকদের লম্বা লাইন
করোনা ভাইরাস প্রতিরোধে ২১ দিনের লকডাউনের ঘোষণা করথে ভারত সরকার। বন্ধ কেবল অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া সমস্ত করম কাজ, ব্যবসা, যানবাহন চলাচল। সমস্যায় পড়েছেন ভীনরাজ্য থেকে কাজে আসা শ্রমিকরা। একদিনে যেমন গৃহবন্দি হয়ে রয়েছেন জনসংখ্যার একটি বড় অংশ, তেমনই বহু শ্রমিক দল বেঁধে পায়ে হেঁটে ঘরে ফিরছেন।