কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে আত্মপ্রকাশ করার পর প্রথম স্বাধীনতা দিবস পালন লাদাখের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Aug 2019 10:18 AM (IST)
1
স্বাধীনতা দিবসে লাদাখের পথে পথে টাঙানো হয়েছিল এই ব্যানার।(ছবি- টুইটার)
2
এদিন লাদাখে আয়োজন করা হয়েছিল আরও সব বর্নাঢ্য অনুষ্ঠানের। (ছবি- পিটিআই)
3
জামিয়াং শেরিং নামগিয়াল বলেন, এই অনুষ্ঠান কেবল খুশির শুরু। তিনি আরও বলেন, শহিদদের শ্রদ্ধা জানাতেই এই অনুষ্ঠান।(ছবি- পিটিআই)
4
এইদিন স্থানীয় সাংসদ জামিয়াং শেরিং নামগিয়াল অধিবাসীদের সঙ্গে মিলে নৃত্য পরিবেশন করেন। (ছবি- পিটিআই)
5
কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে আত্মপ্রকাশ করার পর এই প্রথম স্বাধীনতা দিবস পালন করল লাদাখ। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদ হবার পর জম্মু-কাশ্মীর ও লাদাখকে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দেওয়া হয়েছে। বিজেপি নেতা রাম মাধব এদিন লাদাখে ভারতের জাতীয় পতাকা উত্তলন করেন। (ছবি- পিটিআই)