পুড়ে খাক হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ার অরণ্য, প্রাণের ভয়ে ছুটেছে মানুষ, জীবজন্তু
ABP Ananda, Web Desk | 06 Jan 2020 10:50 AM (IST)
1
এয়ার লিফট করে বাঁচানোর চেষ্টা চলছে জন্তুদের।
2
3
4
5
6
ক্ষতির পরিমাণ প্রায় ২৯.৯ কোটি মার্কিন ডলার।
7
প্রাণ বাঁচাতে ঘর ছাড়ছেন দলে দলে মানুষ।
8
9
10
হেলিকপ্টার থেকে জঙ্গলে ছড়ানো হচ্ছে জল।
11
আগুনে পুড়ে গিয়েছে কোয়ালা শিশু।
12
13
14
আগুন লেগেছে গত সেপ্টেম্বরে। মৃত ২৪ জনের মধ্যে ১৩ জনই প্রাণ হারিয়েছেন ২০১৯-এর শেষ সপ্তাহ থেকে এখনও পর্যন্ত।
15
অস্ট্রেলিয়ার উত্তর ও দক্ষিণে আইল্যান্ডের উপরের অঞ্চলের জঙ্গলে এই আগুন লেগেছে।
16
অস্ট্রেলিয়ার জঙ্গলের আগুনের ধোঁয়ায় ঢাকা পড়েছে প্রতিবেশী নিউজিল্যান্ডের রাজধানী অকল্যান্ডও।
17
ভয়াবহতম দাবানলের শিকার হয়েছে অস্ট্রেলিয়ার বনানী। বহু কিলোমিটার দূর পর্যন্ত দেখা যাচ্ছে কালো ধোঁয়া। এখনও পর্যন্ত মারা গিয়েছেন ২৪ জন, ৫০০-র বেশি বাড়ি পুড়ে ছাই। প্রাণ হারিয়েছে অসংখ্য জীবজন্তু।