দেখুন, মোদির মলদ্বীপ সফরের ছবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Jun 2019 07:34 AM (IST)
1
গতবছর নভেম্বরে প্রেসিডেন্ট সোলির শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়েছিলেন মোদি।
2
মলদ্বীপের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতেই তাঁর এই সফর, দেশ ছাড়ার আগে জানান প্রধানমন্ত্রী। শনিবার মলদ্বীপের পার্লামেন্টে দাঁড়িয়ে রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাসবাদ ইস্যুতে সরব হন তিনি।
3
এদিন তাঁকে সে দেশের সর্বোচ্চ সম্মান 'রুল অফ নিশান ইজুদ্দিন'-এ সম্মানিত করেন মলদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম সোলি
4
এদিন তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান মলদ্বীপের বিদেশমন্ত্রী আবদুল্লা শহিদ।
5
‘প্রতিবেশী রাষ্ট্রকে অগ্রাধিকার’ নীতির কথা মাথায় রেখেই তাঁর এই সফর, জানিয়েছেন মোদি।
6
দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বিদেশ সফরে শনিবার মলদ্বীপে মোদি।