বন্ধ গণপরিবহণ, মাইলের পর মাইল পথ পায়ে হেঁটেই বাড়ি ফিরছেন শ্রমিকরা
শ্রমিক পরিবার
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবারানসী থেকে সমস্তিপুরের পথে শ্রমিক পরিবার
পায়ে হেঁটেই বাড়ির উদ্দেশ্যে
এক পরিবার জানান, ঝাঁসি থেকে একটি ট্রাকে করে বেনারস এসে পৌঁছেছিলেন তাঁরা। এবং তারপর হাঁটা ছাড়া আর কোনও গতি নেই। অমিল সবরকম যানবাহন।
এমন অনেক শ্রমিক পরিবার রয়েছেন যাঁরা গত ৪৮ ঘন্টায় কিছুই খেতে পায়নি।
একজন শ্রমিক জানান, রাস্তায় বেরোলে অনেক সময় বাধা দিচ্ছে পুলিশও।
খাবার সংগ্রহে জড়ো হয়েছেন শ্রমিকরা
লখনউতে শ্রমিকদের খাবার প্যাকেট বিলি করেছেন পুলিশকর্মীরা।
দিল্লিতেও শ্রমিকদের মধ্যে খাবার বিতরণ করেন স্থানীয় মানুষেরা।
চেন্নাইতেও খাবার বিলি করা হয় শ্রমিকদের মধ্যে। দেওয়া হয় ফলও।
এক শ্রমিক জানান, যদি কেউ খাবার দেয় তবেই জুটছে খাবার। না হলে জল খেয়েই রাস্তায় ঘুমিয়ে পড়ছেন তাঁরা।
যাতে রাস্তা অবরুদ্ধ না হয়ে পড়ে সেইজন্য অনেকে রেললাইন দিয়েও হাঁটা শুরু করেছেন।
শ্রমিকদের খাদ্য ও টাকা দিয়ে সাহায্য করছেন কিছু পুলিশকর্মীও।
লকডাউনের জেরে অমিল সমস্তরকম গণপরিবহণও।
আগ্রা-কানপুর জাতীয় সড়ক দিয়ে হেঁটেই বাড়ির পথে রওনা দিয়েছেন শ্রমিকরা। সঙ্গে রয়েছেন তাঁদের শিশুও।
লকডাউনের জেরে গোটা দেশে বন্ধ সমস্তরকম গণপরিবহণ। বন্ধ হয়ে গেছে কাজও। জীবিকার তাগিদে রোজ বহু মানুষ দিল্লি বা তার আশেপাশের অঞ্চলে এসে ভীড় জমান। অনেক সময় নিয়ে আসেন তাঁদের পরিবারকেও। লকডাউনে সব কাজ বন্ধ হয়ে যাওয়ায় গভীর সমস্যায় পড়েছেন তাঁরা। অন্যদিকে পরিবহণ বন্ধ হওয়ার দরুণ সমস্যা হচ্ছে বাড়ি ফেরা নিয়েও। তাই নিরুপায় হয়েই পায়ে হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাঁরা। ‘করোনাভাইরাসের আগে অনাহারে মরতে হতে পারে।’ এমনটাই জানাচ্ছেন শ্রমিকরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -