আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বৃষ্টির মধ্যেই যোগাসনে মগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযেহেতু যোগাসন করা খুব একটা খরচ সাপেক্ষ নয়, তাই তিনি আম ভারতবাসীকে এই অভ্যাস করার জন্যে আবেদন জানিয়েছেন।
তাঁর আবেদন সারা দিনে মাত্র ষাট মিনিট যোগভ্যাস করতে পারলেই শরীর সচল ও সুস্থ থাকবে।
যোগ ব্যায়াম, প্রাচীন ভারতের এক জনপ্রিয় ঐতিহ্য। যোগ ব্যায়ামের মাধ্যমে মানুষের হৃদয়ের, মস্তিষ্ক এবং শরীরের একটি জায়গায় গিয়ে মিলন ঘটে।
আগে যোগভ্যাসটি শুধুমাত্র সাধু-সন্ন্যাসীদের মধ্যেই জনপ্রিয় ছিল। কিন্তু আজ এটা আমজনতার জীবনের এক বিশেষ অঙ্গ হয়ে গেছে
বৃষ্টিভেজা রাজধানীতে সাদা রঙের টি-শার্ট এবং একটি হাল্কা ট্রাউজারস পরে পঞ্চাশ হাজার যোগপ্রেমীদের সঙ্গে যোগাসন করতে সামিল হয়েছিলেন মোদী
মোদীর আরও দাবি, পৃথিবীর সবদেশের মানুষ ভারতের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্যকে না বুঝলেও, ইন্ডিয়াকে চিনছে যোগের মাধ্যমে।
মোদীর কথায়, ভারতের প্রাচীন এই ঐতিহ্য বর্তমানে সারা বিশ্বের মানুষের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ অঙ্গ
আজ তৃতীয় আন্তর্জাতিক যোগ দিবস। এই দিনটি পালন করতে আজ সকালে নয়াদিল্লির রামাবাই আমবেদকর ময়দানে সামিল হয়েছিলেন প্রায় কয়েক লক্ষ মানুষ।
ভাষা, ধর্ম, জাতি এবং সংস্কৃতির দ্বারা সারা বিশ্বে এক অদৃশ্য বিভেদ থাকলেও, এই যোগই মানুষকে বাধছে একসূত্রে, দাবি মোদীর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -