শিরডির সাইবাবার মন্দিরে আরতি করলেন প্রধানমন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Oct 2018 12:58 PM (IST)
1
এছাড়া, সাই মন্দির কর্তৃপক্ষ আয়োজিত বছরব্যাপী সাইবাবা সমাধি শতবর্ষ সমাপ্তি অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
2
এক সরকারি আধিকারিক জানান, প্রায় ৪০ হাজার লাভবানদের সঙ্গে ‘ই-গৃহপ্রবেশ’ অনুষ্ঠানের মাধ্যমে কথা বলবেন মোদি।
3
পাশাপাশি, শিরডিতে একটি জনসভাও করবেন প্রধানমন্ত্রী।
4
প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় কয়েকজন লাভবানদের হাতে বাড়ির চাবি তুলে দেন মোদি।
5
শুক্রবার শিরডির সাই বাবার মন্দির দর্শনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।