কোয়েম্বাটুরে ভগবান শিবের ১১২ ফুট উঁচু মূর্তি উন্মোচনে প্রধানমন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Feb 2017 04:38 PM (IST)
1
2
3
4
5
6
কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক তাদের ইনক্রেডিবল ইন্ডিয়া প্রচারে এই মূর্তির প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানও বিদেশিদের এ দেশে গন্তব্যের তালিকায় সামিল করেছে। এই প্রতিমা সেই ১১২টি পথ নির্দেশ করছে, যার মাধ্যমে যোগ বিজ্ঞানের সহায়তায় মানুষ পরমা প্রকৃতিকে অনুভব করতে পারবেন।
7
এর উদ্দেশ্য হল, আগামী বছরে ১০লাখ মানুষ যেন প্রত্যেকে সহজ পদ্ধতিতে যোগ শেখান অন্তত ১০০জনকে। যাতে আগামী মহাশিবরাত্রিতে অন্তত ১০ কোটি মানুষের কাছে পৌঁছে যায় যোগ।
8
এই আবক্ষ প্রতিমার উচ্চতা ১১২ ফুট। আদিযোগীকে শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী আগুন জ্বালিয়ে শুরু করলেন মহাযোগ যজ্ঞ।
9
মহাশিবরাত্রির অনুষ্ঠানে কোয়েম্বাটুরে মহাদেবের এক বিশাল মূর্তি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আদিযোগী বা ভগবান শিবের এই প্রতিমা নির্মাণ করেছে ঈশা যোগ কেন্দ্র।