একইদিনে ওমানের সবচেয়ে বড় মসজিদ এবং শিবমন্দিরে গেলেন মোদী
ছবি সৌজন্যে বিদেশমন্ত্রকের টুইটার হ্যান্ডেল
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছবি সৌজন্যে বিদেশমন্ত্রকের টুইটার হ্যান্ডেল
ছবি সৌজন্যে বিদেশমন্ত্রকের টুইটার হ্যান্ডেল
১৯৯৯ সালে ফের মন্দিরটি সারানো হয়।
১২৫ বছর আগে মন্দিরটি মাসকটে বসবাসকারী গুজরাতি ব্যবসায়ীদের এক সংগঠন তৈরি করে।
সেখানে অভিষেকও করেন। কথা বলেন মন্দিরের ম্যানেজমেন্ট কমিটির সঙ্গেও
এদিকে আজই মাসকটের শিবমন্দিরেও গিয়েছিলেন মোদী।
মসজিদটি ৩০০, ০০০ টন ভারতীয় স্যান্ডস্টোন দিয়ে তৈরি হয়েছিল।
ভারত থেকে দুশো জন কারিগর মাসকটে গিয়ে এই মসজিদটি নির্মাণ করে।
ওমানের সঙ্গে ভারতের ফের এক যোগসূত্র স্থাপিত হল। ওমানের সবচেয়ে বড় মসজিদ সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদে আজ গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মসজিদটি মাসকটে অবস্থিত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -