অসমে বন্যার কবলে ৩১টি জেলা, মৃত অন্তত ১১, মুখ্যমন্ত্রীকে ফোন করে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
গতকাল থেকে অসমের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়-ক্ষতির কবলে পড়েছে বরপেটা জেলা। মরিগাঁও, ধুবড়ি জেলার মানুষও সমস্যায় পড়েছেন। কাজিরাঙা জাতীয় উদ্যানের ৭০ শতাংশ জলের তলায়। ফলে গণ্ডার সহ অন্যান্য বন্যপ্রাণীদের নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএর আগে শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলেন অসমের মুখ্যমন্ত্রী। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী সহ অন্যান্য সংস্থাগুলিকে পাঠানোর কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী
মোদিকে সোনোয়াল জানিয়েছেন, অসমের ৩৩টি জেলার মধ্যে ৩১টি বন্যার কবলে
আজ অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে ফোন করে পরিস্থিতির বিষয়ে খোঁজ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সবরকম সাহায্যের আশ্বাস দেন
অসমের বন্যায় ইতিমধ্যেই অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে
অসমে বন্যা পরিস্থিতি ক্রমশঃ ভয়াবহ আকার নিচ্ছে। লক্ষ লক্ষ মানুষ সমস্যায় পড়েছেন
- - - - - - - - - Advertisement - - - - - - - - -