মাদার থেকে সন্ত হলেন টেরিজা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Sep 2016 07:07 PM (IST)
1
মমতার পরনেও ছিল সেই নীলপেড়ে সাদা শাড়ি।
2
3
ধপধপে সাদা সেন্ট পিটার্স ব্যাসিলিকায় তখন অগণিত ভক্তের মাথার ভিড়।
4
ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারে দাঁড়িয়ে বিশ্বজননীকে সন্ত ঘোষণা করলেন পোপ ফ্রান্সিস।
5
6
7
8
মাদারের রেলিকস্ অর্থাৎ সন্তের ব্যবহৃত বিভিন্ন জিনিসের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।
9
তারপর সন্ত হওয়ার প্রক্রিয়া ব্যাখ্যা করেন পোপ ফ্রান্সিস।
10
এরপরই মাদারকে সন্ত ঘোষণা করেন পোপ।
11
বর্ণনা করা হয় মাদারের জীবন।
12
প্রথমে মাদারের জন্য বিশেষ প্রার্থনা।
13
দীর্ঘ অপেক্ষার অবসান।
14
সন্ত হলেন মাদার টেরিজা।
15
সেন্ট টেরিজা অফ ক্যালকাটা
16
সন্ত উপাধি প্রদান অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখানোর জন্য এজেসি বোস রোডে বসানো হয় জায়ান্ট স্ক্রিন।
17
ভ্যাটিকান সিটিতে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী গোটা বিশ্ব।