দেখুন, বারাণসী ক্যান্ট স্টেশনে পরিচ্ছন্নতার বার্তা দিচ্ছে কার্টুন চরিত্র টম অ্যান্ড জেরি
টম অ্যান্ড জেরির পাশাপাশি বারাণসী ক্যান্ট স্টেশনে বাজনদাররাও আছেন। তাঁরা ঢাক-ঢোল বাজিয়ে যাত্রীদের সচেতন করে দিচ্ছেন
পরিচ্ছন্নতার পাশাপাশি এই স্টেশনের নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। কাজে লাগানো হচ্ছে ড্রোন ক্যামেরা
দেশের সবচেয়ে অপরিচ্ছন্ন রেলস্টেশনগুলির তালিকায় চতুর্থ স্থানে আছে বারাণসী ক্যান্ট। এই ছবি বদলাতে মরিয়া হয়ে উঠেছে উত্তর রেল
এই দুই কার্টুন চরিত্র ট্রেনের যাত্রীদের পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করছে
টম অ্যান্ড জেরির বেশধারী দুই ব্যক্তি প্ল্যাটফর্মে পড়ে থাকা ময়লা তুলে নিয়ে নির্দিষ্ট জায়গায় ফেলে দিচ্ছেন এবং যাত্রীদেরও একই কাজ করার অনুরোধ জানাচ্ছেন। তাঁরা ট্রেনে উঠেও যাত্রীদের পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করছেন
শিশুদের উপর এই উদ্যোগের প্রভাব সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। শিশুরা নিজেরা যেমন ট্রেন ও স্টেশন নোংরা করছে না, তেমনই অন্যদেরও যত্রতত্র ময়লা ফেলতে দিচ্ছে না
স্টেশন অধিকর্তা আনন্দ মোহন জানিয়েছেন, পরিচ্ছন্নতার জন্য ঘোষণা, পোস্টার-ব্যানার, দেওয়াল লিখনের ব্যবস্থা করা হয়েছে। এরই সঙ্গে দুই কার্টুন চরিত্রকেও কাজে লাগানো হচ্ছে
স্বচ্ছতা মিশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্রের আওতায় থাকা বারাণসী ক্যান্ট স্টেশন বেশ পিছিয়ে। এবার স্টেশনটিকে পরিচ্ছন্ন করার উদ্যোগ নিয়েছে উত্তর রেল। সেজন্য কাজে লাগানো হচ্ছে জনপ্রিয় কার্টুন চরিত্র টম অ্যান্ড জেরিকে
আনন্দ আরও বলেছেন, টম অ্যান্ড জেরিকে দেখলেই বহু মানুষ তাদের চারপাশে জড়ো হচ্ছেন। ফলে পরিচ্ছন্নতার বার্তা দেওয়া সহজ হচ্ছে
সব বয়সের যাত্রীরাই উত্তর রেলের এই উদ্যোগের প্রশংসা করছেন। বিদেশি পর্যটকরাও স্টেশনে টম অ্যান্ড জেরিকে দেখে খুশি