উন্মুক্ত ড্রেস নিয়ে সমালোচনা হওয়ায় নিজের স্টাইলই পাল্টে ফেললেন সোনম!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Mar 2017 10:54 PM (IST)
1
2
সেই ঘটনার পুনরাবৃত্তি রুখতে এবার সোনম একেবারে অন্য স্টাইলে....
3
পরে সেই ছবি পোস্ট হয়ে যায়।
4
সোনম আরও জানান, তিনি যতক্ষণে বিষয়টি বুঝতে পের ড্রেসটি ঠিক করেন, ততক্ষণে ছবি তোলা হয়ে গিয়েছে।
5
তখনই চিত্রগ্রাহকরা সেই ছবি সাইড থেকে তুলে নেন।
6
সেই সময় ড্রেসের একটি অংশ সরে গিয়েছিল।
7
এতে, অভিনেত্রী সাফাই দিয়েছিলেন, তিনি নাচ সেরে বের হচ্ছিলেন।
8
সোনমকেও বহু সমালোচনা শুনতে হয়েছিল।
9
ওই ড্রেসে সোনমের বক্ষযুগলের অনেকটাই উন্মুক্ত হয়ে পড়ে। যা ঘিরে প্রচুর আলোচনা হয়।
10
গত সপ্তাহে এমনই একটি ড্রেসের জন্য বিতর্কে চলে এসেছিলেন তিনি।
11
বলিউডে নিজস্ব স্টাইলের জন্য পরিচিত অভিনেত্রী সোনম কপূর।