জিকিউ ইন্ডিয়া পত্রিকার এ মাসের কভার বয় ‘বাহুবলী’ প্রভাস, দেখুন তাঁর ছবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Jan 2018 01:48 PM (IST)
1
এ বছর ২৩ অক্টোবর মুক্তি পাবে সাহো। ছবিতে নায়িকার ভূমিকায় রয়েছেন শ্রদ্ধা কপূর। (ছবি: জিকিউ ইন্ডিয়া)
2
(ছবি: জিকিউ ইন্ডিয়া)
3
(ছবি: জিকিউ ইন্ডিয়া)
4
(ছবি: জিকিউ ইন্ডিয়া)
5
প্রভাসের বলিউডে আসা নিয়ে বেশ কিছুদিন ধরে চর্চা চলছে। প্রভাস বলেছেন, বহু বলিউড ছবি দেখেন তিনি। হায়দরাবাদে থাকেন, সেখানকার ৬০ শতাংশ মানুষ কথাবার্তা বলেন হিন্দিতে। বলিউড থেকে বহু ভাল অফার আছে তাঁর কাছে। ৩ বছর আগে একটি চিত্রনাট্যে কাজ করতে রাজি হন তিনি। সাহো ছবির কাজ শেষ হলে সেই লাভ স্টোরির ওপর তিনি কাজ শুরু করবেন। (ছবি: জিকিউ ইন্ডিয়া)
6
শিগগিরই বলিউডে দেখা যাবে ‘বাহুবলী’র নায়ক প্রভাসকে। তার আগে জিকিউ ইন্ডিয়া পত্রিকার জন্য ফটোশ্যুট করালেন তিনি। (ছবি: জিকিউ ইন্ডিয়া)