দেখুন: সেনাবাহিনীর প্রশংসায় প্রীতি জিন্টা, জানালেন, প্রিয় ক্রিকেটার কে
রেঙ্গুন-এর ইয়ে ইশক হ্যায় গানটি তাঁর খুব ভালো লেগেছে বলেও জানিয়েছেন প্রীতি।
প্রীতি আরও জানিয়েছেন, তিনি এখন সিনেমার শ্যুটিং করছেন।
‘কাবিল’ সিনেমার ভূয়সী প্রশংসা করে প্রীতি বলেছেন, হৃত্বিক ও ইয়ামির অভিনয়ে তিনি কেঁদে ফেলেছেন।
চ্যাটের সময় শাহরুখের সঙ্গে ফের সিনেমা করার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।
এক অনুরাগীর প্রশ্নের উত্তরে প্রীতি জানিয়েছেন, তাঁর প্রিয় ক্রিকেটার হলেন সহবাগ, ধোনি, সচিন, কোহলি ও যুবরাজ।
ভারতীয় সেনার প্রশংসা করে প্রীতি বলেন, ইন্ডিয়ান আর্মি রকস।
বলিউডের ‘ডিম্পল গার্ল’ প্রীতি জিন্টা সদ্যই তার ৪২ তম জন্মদিন পালন করলেন। গতকাল সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট ট্যুইটারে নিজের অনুরাগীদের সঙ্গে চ্যাট করলেন প্রীতি। এই সময় তিনি ভারতীয় সেনাবাহিনীর প্রশংসায় মুখর বলেন। জানালেন নিজের প্রিয় ক্রিকেটার কারা। সেই সঙ্গে নিজের সম্পর্কেও দর্শকদের অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।