স্বামীর উপহার দেওয়া আমেরিকান বিকিনি পরে ছবি পোস্ট করলেন প্রীতি জিন্টা!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Jul 2018 07:54 AM (IST)
1
তাঁর আগামী ছবি ভাইয়াজি সুপারহিট। দেখা যাবে সানি দেওলের বিপরীতে।
2
প্রীতিকে শেষ দেখা গিয়েছে ইশক ইন প্যারিস ছবিতে।
3
কিছুদিন আগে শোনা যায় তিনি অন্ত্বঃসত্ত্বা। যদিও সে খবর অস্বীকার করেন তিনি।
4
২০১৬-য় লস অ্যাঞ্জেলসে জিনকে বিয়ে করেন প্রীতি।
5
6
7
8
এই সেই আমেরিকান বিকিনি। প্রীতি জানিয়েছেন, তাঁর স্বামী এটি উপহার দিয়েছেন তাঁকে। মার্কিন স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পোশাকটি পরেন তিনি।
9
আদতে এটি বিকিনি নয়, একটি পোশাক। কিন্তু ওপরে আমেরিকার পতাকার ছবি দিয়ে বিকিনি আঁকা বলে নাম হয়েছে আমেরিকান বিকিনি।
10
স্বামী জিন গুডএনাফের সঙ্গে প্রীতি।
11
বলিউডে তাঁকে দেখা যায় না দীর্ঘদিন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবি পোস্ট করেন প্রীতি জিন্টা।