সম্প্রতি এই মেটালিক শাড়িটি পরেছিলেন শিল্পা শেট্টি, জানেন এর দাম কত
কিরন উত্তম ঘোষের ডিজাইন করা শাড়িটি মেটালিক সিলভার ড্রেপ রয়েছে। রোজ পিঙ্ক ও সিলভার রঙের আঁচলই শাড়িটির বৈশিষ্ট। হাইনেক সেমি শিয়ার ব্লাউজ পরেছিলেন শিল্পা। সঙ্গে ছিল আইভরি রঙের ক্লাচ, আনমলি জুয়েলার্সের হীরের ব্রেসলেট, রেনু ওবরয়ের থেকে কানের দুল ও আংটি এবং মেকআপ ছিল নামমাত্র।
স্টাইলিস্ট মোহিত রাই, শিল্পার লুকটা আরও একটু গর্জিয়াস করে দিয়েছেন
আপাতত মেটালিক শাড়ির জন্যে আলোচনার কেন্দ্রে রয়েছেন শিল্পা। তাঁর এই শাড়িটির দাম বেশি নয়। মাত্র ৪০ হাজার টাকা।
কোটিপতি ব্যবসায়ী রাজ কুন্দ্রার ঘরণী শিল্পাকে মাঝেমধ্যে বিদেশের বিভিন্ন মনোরম স্থানে ঘুরে বেড়াতে দেখা যায়। অভিনয় না করেও মা হওয়ার পরেও সুন্দর চেহারা, ফ্যাশন এবং স্টাইলের জন্যে এখনও মিডিয়ার নজরে রয়েছেন শিল্পা।
সম্প্রতি তিনি একটি গর্জিয়াস মেটালিক শাড়ি পরে বিয়ে বাড়ি গিয়েছিলেন। শীতের সন্ধেবেলা কোনও বিয়ের অনুষ্ঠানের জন্যে নিঃসন্দেহে সেটি একেবারেই সঠিক পোশাক ছিল।
বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি, মূলত তাঁর ঠুমকার জন্যেই সবচেয়ে বেশি জনপ্রিয় ইন্ডাস্ট্রিতে। তবে ফ্যাশনেও তিনি যথেষ্ট ছাপ রেখেছেন সকলের মনে।