বিয়ের পর প্রথম ছবি! শ্বশুর শাশুড়ির সঙ্গে প্রীতি জিনটা
কিছুদিন আগেই বিয়ে করেছেন প্রীতি জিনটা। মুম্বই এয়ারপোর্টে তাঁকে দেখা গেল স্বামী জিন গুডএনাফ ও শ্বশুর শাশুড়ির সঙ্গে। দেখুন তারই কিছু ছবি (ছবি: মানব মঙ্গলানি)
স্বামী, শ্বশুর, শাশুড়ির সঙ্গে প্রীতি জিনটা
প্রীতির স্বামী জিন গুডএনাফ আমেরিকায় ব্যবসা করেন। বয়সে প্রীতির থেকে তিনি ১০ বছরের ছোট
এক ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে করেন প্রীতি, হাজির ছিলেন একান্ত পরিচিত মাত্র কয়েকজন
প্রীতি যখন বিয়ে করেন, কেউ তা ঘুণাক্ষরেও জানতে পারেনি
শ্বশুরের সঙ্গে কথা বলছেন প্রীতি
জানা যাচ্ছে, এ দেশে প্রীতির যে রিসেপশন হবে তাঁর শ্বশুর শাশুড়ি তাতে যোগ দিতেই এসেছেন
পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক যথেষ্ট উষ্ণ
আইপিএলের ওপেনিং সিজনে দেখা গেছে প্রীতিকে। এবার মোহালি যাওয়ার সময় তাঁকে দেখা গেল পুরো পরিবারের সঙ্গে
প্রীতির হাতে নববিবাহিতার লাল চূড়া। দিনকয়েক আগে তিনি ট্যুইট করে জানান, এখন কয়েক সপ্তাহ চূড়া পরবেন তিনি