প্রেমের জোরদার গুঞ্জনের মধ্যেই নিক জোনাসকে নিয়ে ডেটে গেলেন প্রিয়ঙ্কা চোপড়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Jun 2018 08:44 AM (IST)
1
2
নিক প্রিয়ঙ্কার থেকে ১০ বছরের ছোট, সেপ্টেম্বরে ২৬-এ পড়বেন তিনি। তবে তিনি নাকি বয়সে বড় মহিলাদেরই পছন্দ করেন।
3
তবে তাঁরা এখনও এ ব্যাপারে মুখ খোলেননি।
4
5
এছাড়া দুজনে দুজনের ছবিতে লাভ ইমোজি দিয়ে কমেন্ট করছেন।
6
7
প্রিয়ঙ্কা নাকি মাথা রাখেন নিকের কাঁধে।
8
নিকের খেয়াল সারাক্ষণ ছিল প্রিয়ঙ্কার দিকে।
9
জানা গিয়েছে, তাঁরা বসেছিলেন একটি কর্নার টেবিলে। এক প্লেট থেকে খাচ্ছিলেন চকোলেট ব্রেড পুডিং ও কুকিজ।
10
অল্পদিন আগে ডিনার ডেটে যান তাঁরা। সেখানে দুজনে দুজনের হাত ধরে ঘনিষ্ঠভাবে গল্প করছিলেন।
11
মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে প্রিয়ঙ্কা চোপড়ার প্রেম নিয়ে আলোচনা তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় তাঁরা একে অপরের ছবিতে মন্তব্য করছেন আর তা ভাইরাল হয়ে যাচ্ছে। এক সঙ্গে ডেটেও যাচ্ছেন তাঁরা।