নিক-প্রিয়ঙ্কা এনগেজমেন্ট পার্টি, তার আগে পাঁচতারা হোটেলে নৈশভোজে দেখা গেল হবু দম্পতিকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Aug 2018 08:34 AM (IST)
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
দেখুন আরও কিছু ছবি।
15
নিক জোনাসের বাবা।
16
17
নৈশভোজে নিকের বাবা মাও ছিলেন তাঁদের সঙ্গে।
18
এ জন্য মুম্বই এসেছেন নিক, সঙ্গে তাঁর বাবা মা।
19
বাগদান উপলক্ষ্যে মুম্বইয়ে বিরাট পার্টি দিচ্ছেন তিনি।
20
প্রিয়ঙ্কার আঙুলে স্পষ্ট দেখা যাচ্ছে এনগেজমেন্ট রিং।
21
এ বছরের শেষেই বিয়ে করছেন তাঁরা। হয়ে গিয়েছে বাগদান। এর মধ্যে গতকাল রাতে মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে দেখা গেল প্রিয়ঙ্কা চোপড়া ও তাঁর প্রেমিক মার্কিন গায়ক নিক জোনাসকে।