উপস্থিত আলিয়া, পরিণীতি, মুম্বইতে পার্টি দিয়ে বন্ধুদের সঙ্গে নিকের আলাপ করালেন প্রিয়ঙ্কা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Jun 2018 09:10 AM (IST)
1
সঙ্গে ছিলেন প্রিয়ঙ্কার মা মধু চোপড়া।
2
3
4
নিক মার্কিন, পেশায় গায়ক। বয়সে প্রিয়ঙ্কার থেকে ১০ বছরের ছোট।
5
ভারতে এসে এক সঙ্গে ডিনারেও যান তাঁরা।
6
শোনা যাচ্ছে, এই সম্পর্ক নিয়ে তাঁরা যথেষ্ট সিরিয়াস, শিগগিরই বিয়ে করতে পারেন।
7
নিকের সঙ্গে দেখা করতে আসা প্রিয়ঙ্কার ঘনিষ্ঠরা।
8
9
10
11
বেশ কিছুদিন ধরে প্রিয়ঙ্কা ও নিক পরস্পরের ঘনিষ্ঠ হয়ে উঠেছেন।
12
পরিণীতি।
13
প্রিয়ঙ্কার বাড়িমুখো আলিয়া।
14
প্রেমিক নিক জোনাসকে ভারতে নিয়ে এসেছেন প্রিয়ঙ্কা চোপড়া। এবার এক পার্টিতে নিকের সঙ্গে বন্ধুবান্ধবদের আলাপ করালেন তিনি। ছিলেন তুতো বোন পরিণীতি চোপড়া ও অভিনেত্রী আলিয়া ভট্ট।