ডায়েটিং, এক্সারসাইজ-এ না প্রিয়ঙ্কার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Apr 2016 10:48 AM (IST)
1
তিনি বলেছেন, ডায়েটিং করা খারাপ।
2
ডায়েটিংও করেন না প্রিয়ঙ্কা।
3
ইউএস ম্যাগাজিন-এর খবর, অভিনেত্রী বলেছেন, বাস্তবে এক্সারসাইজ করার পক্ষপাতী নই আমি। জ্ন্ম থেকেই শক্তপোক্ত। আমার ট্রেনিংয়ের দরকার হয় না। এক সহ-অভিনেত্রী সকাল হলেই আমাকে জিমে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। আর আমি ভাবি, আরও আধ ঘণ্টা ঘুমোলে হত!
4
প্রিয়ঙ্কা চোপড়া বলছেন, তিনি বেওয়াচ-এ সহ-কলাকুশলীদের সঙ্গে জিমে যান না। তাঁর জিমে ভাল লাগে না। জিম করার প্রয়োজন হয় না, বলছেন তিনি।