দেখুন প্রিয়ঙ্কা চোপড়ার আইবুড়ো ভাতের অনুষ্ঠান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Oct 2018 07:53 AM (IST)
1
অনুষ্ঠানে যোগ দেন প্রিয়ঙ্কার হবু ননদ ড্যানিয়েলি জোনাস ও তাঁর মেয়ে এলিনা।
2
আর ড্রেসের দাম? ৪,৩৯,৫৮৩ টাকা!
3
তাঁর পরনে ছিল সাদা অফ শোল্ডার মারচেসা ড্রেস ও পায়ে ন্যুড কিটন হিল। জুতোর দামই ৫৩,১৬০ টাকা।
4
তবে নিক অনুষ্ঠানে ছিলেন না।
5
রবিবার রাতে নিউ ইয়র্কে হয়ে গেল তাঁর আইবুড়ো ভাত।
6
তারিখ এখনও জানানো হয়নি, তবে প্রস্তুতি চলছে পুরোদমে।
7
বিয়েতে যোগ দিতে পারেন ২০০-র মত অতিথি।
8
রাজস্থানের মেহরানগড় কেল্লায় এই বিয়ে হবে বলে খবর।
9
পঞ্জাবি মতে রোকা অনুষ্ঠান শেষ। এবার প্রেমিক নিক জোনাসকে বিয়ে করতে চলেছেন প্রিয়ঙ্কা চোপড়া।