দেখুন! মধুচন্দ্রিমায় নিক জোনাস ও প্রিয়ঙ্কা চোপড়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Dec 2018 12:41 PM (IST)
1
2
জোর সঙ্গে সোফি।
3
বরফে স্কি করার পর প্রিয়ঙ্কা।
4
5
6
নিকের দুই ভাই ও নিজের ভাই সিদ্ধার্থর সঙ্গে প্রিয়ঙ্কা।
7
সোফি টার্নারের সঙ্গে প্রিয়ঙ্কা।
8
পিছনে ঝলকাচ্ছে বরফে ঢাকা আল্পস। প্রিয়ঙ্কা পোস্ট করেছেন নিকের সঙ্গে এই ছবিটি।
9
স্বামী নিক জোনাসকে নিয়ে সুইজারল্যান্ডে হানিমুনে ব্যস্ত প্রিয়ঙ্কা চোপড়া। তবে তাঁরা একা নন, সঙ্গে রয়েছেন নিকের দুই ভাই জো আর ফ্র্যাঙ্কি আর জোর বাগদত্তা সোফি টার্নার। প্রিয়ঙ্কার ভাই সিদ্ধার্থও গিয়েছেন এই ট্যুরে।