বিয়ের পর প্রাসাদোপম এই বাড়িতে থাকছেন নিক জোনাস ও প্রিয়ঙ্কা চোপড়া
প্রিয়ঙ্কা এখন ব্যস্ত তাঁর দ্য স্কাই ইজ পিঙ্ক ছবি নিয়ে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appডিসেম্বরে হিন্দু ও খ্রিষ্টীয় ধর্মমতে বিয়ে করেছেন নিক-প্রিয়ঙ্কা। দিল্লি, মুম্বইতে হয়েছে রিসেপশন।
৫টি বেডরুম ও ৪টি বাথরুম রয়েছে।
ওপেন সুইমিং পুল রয়েছে, যেখান থেকে সরাসরি পাহাড় দেখা যায়।
বাড়িটি ৪,১২৯ বর্গ ফুট বিস্তৃত।
সাড়ে ছয় মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ সাড়ে ছেচল্লিশ কোটি টাকা।
বলুন তো, এই বাড়িটির দাম কত?
প্রিয়ঙ্কা কিছুদিন আগে তাঁদের বসতবাড়ির কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
দেখুন তাঁদের পোষা সারমেয়কে।
নিকের সঙ্গে প্রিয়ঙ্কা।
পরে নিক জানান, প্রিয়ঙ্কার জন্য বাড়িটি কিনেছেন তিনি।
জুলাইতে নিক প্রপোজ করেন প্রিয়ঙ্কাকে। তার আগে এই ম্যানসন বুক করেন তিনি।
জুলাইতে নিক প্রপোজ করেন প্রিয়ঙ্কাকে। তার আগে এই ম্যানসন বুক করেন তিনি।
গত অক্টোবরে লস অ্যাঞ্জেলসের বেভারলি হিলসে এই প্রাসাদোপম ভিলা কিনেছেন নিক জোনাস ও প্রিয়ঙ্কা চোপড়া।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -