দেখুন, একই মঞ্চে করিনা-প্রিয়ঙ্কা, কী বললেন একে অপরকে জানুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Sep 2019 09:32 AM (IST)
1
অনুষ্ঠান শেষে সবাই মিলে। সব ছবি- মানব মঙ্গলানি
2
গ্ল্যামারে একে অপরকে পাল্লা দিচ্ছিলেন দুই নায়িকা।
3
সকলের অনুরোধ রেখে দুই নায়িকা একসঙ্গে পোজও দিলেন।
4
করিনা বলেন প্রিয়ঙ্কা যেভাবে হলিউডে জায়গা করে নিয়েছেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। প্রিয়ঙ্কার জন্য আমরাও ভারতের বাইরে সমাদর পাই।
5
প্রিয়ঙ্কা ও করিনা ওই শো-এর অন্য বিচারক রফতার ও বসকোর সঙ্গে ছবি তোলেন।
6
ডান্স রিয়্যালিটি শো-এর মঞ্চে প্রিয়ঙ্কার প্রশংসায় পঞ্চমুখ হলেন আরেক নায়িকা।
7
অক্ষয় কুমারের বিপরীতে দুই নায়িকা নজর কেড়েছিলেন 'অ্যয়েতরাজ' ছবিতে।
8
দুই নায়িকাকে একবার একসঙ্গে কফি উইথ করণের ফাইনাল পর্বে দেখা গিয়েছিল।
9
আগামী ছবি 'স্কাই ইজ পিঙ্ক'-এর প্রচারে ডান্স ইন্ডিয়া ডান্সের মঞ্চে এলেন প্রিয়ঙ্কা চোপড়া। ওই ডান্স রিয়্যালিটি শো-এ বিচারক করিনা কপূর।